মনোহরনগর মাধ্যমিক বিদ্যালয়

কেশবপুর, যশোর

স্থাপিতঃ ১৯৭৪ খ্রি: ই আই আই এনঃ ১১৫৮৩৫

monohornagarss
monohornagarss

মনোহরনগর মাধ্যমিক বিদ্যালয়

কেশবপুর, যশোর

স্থাপিতঃ ১৯৭৪ খ্রি: ই আই আই এনঃ ১১৫৮৩৫

প্রতিষ্ঠানের ইতিহাস

“শেখার জন্য এসো সেবার জন্য যাও” এই স্লোগানকে সামনে রেখে আমরা পথ চলছি সেই ১৯৭৪ ইং সাল থেকে আজ পর্যন্ত। আমরা পরিবর্তনশীল সময়ের সাথে পদ্ধতি পরিবর্তন করলেও আমরা আমাদের উদ্দেশ্য থেকে একচুলোও সরে আসিনি। মানুষ গড়ার এই কারখানায় অনবরত তৈরি হচ্ছে সুশিক্ষায় সজ্জিত মানব জাতির এক একটি শ্রেষ্ঠ হাতিয়ার, যারা দেশ বিদেশে তাদের আলো ছড়িয়ে চলেছে। আমরা বিদ্যালয়ের দক্ষ প্রশাসন ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা বিদ্যালয়টি পরিচালনা করছি দক্ষতার সাথে। আমরা বর্তমান শিক্ষা ব্যবস্থাকে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য ও উদ্দেশ্য পুরণের জন্য দক্ষ মানুষ তৈরির কাজ করে চলছি। বিদ্যালয়টির পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীকে খেলাধুলায় উৎসাহ প্রদান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে সংযুক্তি, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহনের জন্য দক্ষ করে গড়ে তুলছি। পড়ালেখার পাশাপাশি নৈতিকতা, চারিত্রিক গঠন, পরিস্কার পরিচ্ছন্ন, সামাজিকতা, আত্মনির্ভরশীলতা, দেশপ্রেম ইত্যাদি গুণাগুণ সংযোজনে একজন সুগঠিত শিক্ষিত শিক্ষার্থী তৈরির মাধ্যমে ছেড়ে দিচ্ছি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে। আমরা চাই এই বিদ্যালয়ে প্রতিটি শিক্ষার্থী হোক এই দেশের আদর্শ এবং আলোকিত মানুষ।

Scroll to Top